আগস্টে বলিউডে ঝড় তুলতে যাচ্ছে যেসব বিগ বাজেটের সিনেমা

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৭, শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বলিউড প্রেমীদের জন্য এক দুর্দান্ত মাস হতে চলেছে আগস্ট। একের পর এক বড় বাজেটের ছবি মুক্তির তালিকায় যুক্ত হয়েছে ‘ধড়ক ২’, ‘ওয়ার ২’, ‘সন অফ সারদার ২’, ‘পরম সুন্দরী’ এবং ‘অজেয়’। থ্রিলার, রোম্যান্স, বায়োপিক এবং অ্যাকশনের এই ছবিগুলি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

বলিউড প্রেমীদের জন্য এক দুর্দান্ত মাস হতে চলেছে আগস্ট। একের পর এক বড় বাজেটের ছবি মুক্তির তালিকায় যুক্ত হয়েছে ‘ধড়ক ২’, ‘ওয়ার ২’, ‘সন অফ সারদার ২’, ‘পরম সুন্দরী’ এবং ‘অজেয়’। থ্রিলার, রোম্যান্স, বায়োপিক এবং অ্যাকশনের এই ছবিগুলি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

একদিনেই মুক্তি পেয়েছে তিনটি হাই-প্রোফাইল ছবি। এগুলো হলো- ‘ধড়ক ২’, ‘সন অফ সারদার ২’ ও ‘অজেয়’
মাসের প্রথম দিনেই মুক্তি পাচ্ছে তিনটি বহুল প্রতীক্ষিত ছবি।

ধড়ক ২:

তৃপ্তি দিমরি ও সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত এই সামাজিক প্রেমকাহিনি ২০১৮ সালের ‘ধড়ক’-এর স্পিরিচুয়াল সিক্যুয়েল। তামিল ছবি ‘পরিয়েরুম পেরুমাল’-এর রিমেক এটি। সমাজের বিভিন্ন সমস্যার মাঝে এক তরুণ-তরুণীর ভালবাসার লড়াই তুলে ধরা হয়েছে ছবিতে।

সন অফ সারদার ২:

অজয় দেবগন, সঞ্জয় দত্ত ও ম্রুনাল ঠাকুর অভিনীত এই অ্যাকশন-কমেডি ছবি ২০১২ সালের জনপ্রিয় ‘সন অফ সারদার’-এর ধারাবাহিকতা। এবারে গল্পে দেখা যাবে এক গ্রামের ম্যাঙ্গো ফেস্টিভ্যালে সোনালি আমের খোঁজে নামছে শিশুরা।

অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ এ যোগী:

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবনের উপর ভিত্তি করে তৈরি এই বায়োপিকে মুখ্য ভূমিকায় রয়েছেন অনন্ত জোশী। পরিচালক রবীন্দ্র গৌতম এই ছবিতে তুলে ধরেছেন একজন আধ্যাত্মিক যোগীর রাজনীতিতে আগমন ও উত্থানের গল্প।

‘ওয়ার ২’

১৪ আগস্ট মুক্তি পাচ্ছে মাসের সবচেয়ে বড় ও চর্চিত ছবি ‘ওয়ার ২’। ঋত্বিক রোশন ও তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর মুখোমুখি হচ্ছেন এই অ্যাকশন-থ্রিলারে। কিয়ারা আদবানীর উপস্থিতিতে আরও চমকপ্রদ হয়ে উঠেছে ছবিটি। ২০১৯ সালের সুপারহিট ‘ওয়ার’-এর সিক্যুয়েল হিসেবে, ছবিটি জাতীয় ছুটির সময়ে বিশাল দর্শক টানার আশা করছে প্রযোজক সংস্থা।

‘পরম সুন্দরী’: প্রেমের গল্পে ফিরছেন জাহ্নবী-সিদ্ধার্থ

মাসের শেষভাগে মুক্তি পেতে চলেছে ‘পরম সুন্দরী’, যেখানে জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা জুটি বেঁধেছেন। কেরালার পটভূমিতে নির্মিত এই রোম্যান্টিক কমেডিতে উত্তর ও দক্ষিণ ভারতীয় সংস্কৃতির টানাপোড়েনের মাঝে এক আবেগঘন প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়