‎মান্দায় নবনিযুক্ত ইউএনও র সঙ্গে প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দের মতবিনিময়।

‎সোহেল রানা নওগাঁ প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১০:০৬, বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

‎নওগাঁর মান্দায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) র সঙ্গে প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ শে জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় প্রসাদপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

‎নওগাঁর মান্দায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) র সঙ্গে প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ শে জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় প্রসাদপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব এস এম গোলাম সারোয়ার, ইউপি সদস্য শরিফ উদ্দিন বাচ্চু, মকবুল হোসেন, ইসমাইল হোসেন বাচ্চু, আলাউদ্দিন, নেকবর আলী, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুপবান, জুলেখা খাতুন, মর্জিনা বেগম, মটগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদেরুল ইসলাম, এনায়েতপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইমদাদুল হক, প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, মান্দা কারিগরি ও কৃষি কলেজ সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, চকউলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এস এম ইসমাইল হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ইউনিয়নে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিবাহ রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও ইভটিজিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ প্রত্যয় ব্যক্ত করেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়