আরেকটি এশিয়ান মিশনে লাওসের পথে বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৫৮, শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ নারী ফুটবলে প্রথমবার অংশগ্রহণ নিশ্চিত করার এক মাসের মাথায় আরেকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার দলটি অংশ নিচ্ছে এএফসি নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে। সেই লক্ষ্যে অধিনায়ক আফিদা খন্দকারের নেতৃত্বে দল রওনা দিয়েছে লাওসের উদ্দেশে।

এশিয়া কাপ নারী ফুটবলে প্রথমবার অংশগ্রহণ নিশ্চিত করার এক মাসের মাথায় আরেকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার দলটি অংশ নিচ্ছে এএফসি নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে। সেই লক্ষ্যে অধিনায়ক আফিদা খন্দকারের নেতৃত্বে দল রওনা দিয়েছে লাওসের উদ্দেশে।

আজ শনিবার (২ আগস্ট) দুপুর দেড়টায় ঢাকা থেকে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয় দলটি। সেখানে ঘণ্টা দেড়েক ট্রানজিটের পর লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে পৌঁছাবে বাংলাদেশের মেয়েরা।

আগামী ৬ থেকে ১০ আগস্ট পর্যন্ত লাওসে অনুষ্ঠিত হবে বাছাই পর্বের খেলা। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ—স্বাগতিক লাওস, শক্তিশালী দক্ষিণ কোরিয়া এবং অপেক্ষাকৃত দুর্বল তিমুরলেস্তে। দক্ষিণ কোরিয়া থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাস্তবতাই কম। ফলে রানার্সআপ হয়ে সেরা তিন দলের একটি হয়ে থাইল্যান্ডে মূল পর্বে খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আফিদারা।

প্রথম ম্যাচ ৬ আগস্ট, প্রতিপক্ষ স্বাগতিক লাওস। ম্যাচটি নিয়েই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার। কারণ, এ ম্যাচে জয় পেলে গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে বড় সুবিধা পাবে বাংলাদেশ। অন্যদিকে হারলে পরবর্তী দুটি ম্যাচ কার্যত হয়ে যাবে আনুষ্ঠানিকতা মাত্র।

৯ আগস্ট বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার, আর ১০ আগস্ট তিমুরলেস্তের বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি ভবিষ্যতের সিনিয়র এশিয়া কাপের জন্য প্রস্তুতির মঞ্চ হিসেবেও দেখছে দল।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়