সাজিদ হত্যা তদন্তের দাবিতে ফের উত্তাল ইবি
ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছিল প্রশাসন ভবন এলাকা। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়, যেখানে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছিল প্রশাসন ভবন এলাকা। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়, যেখানে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আন্দোলনকারীরা ‘সাজিদের হত্যার বিচার চাই’, ‘খুনি কেন বাইরে’, ‘আমার ভাই কবরে, প্রশাসন জবাব দাও’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কী করে?’— এমন নানা স্লোগানে উত্তাল করে তোলে প্রশাসন ভবনের সামনে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা না পড়লে প্রশাসন ভবনে তালা দেওয়া হবে।
তবে দুপুর ২টার দিকে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা। প্রশাসন পক্ষ থেকে জানানো হয়, আগামী রবিবারের মধ্যেই সাজিদের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি জানান, উপাচার্য বিদেশ থেকে ফিরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, “তদন্ত কাজ অনেকদূর এগিয়েছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখনো সংগ্রহাধীন রয়েছে। আমরা আশা করছি, রবিবারের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।”
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, “সাজিদের মৃত্যু আমাদেরও ব্যথিত করেছে। তোমরা যেমন বলছ— ‘উই ওয়ান্ট জাস্টিস’, আমিও চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও সুবিচার। যদি আমাদের তদন্ত কমিটি ব্যর্থ হয়, তাহলে আমরা বিচার বিভাগীয় তদন্ত অথবা পিবিআইসহ আরও উচ্চতর সংস্থা দিয়ে তদন্ত করব।”
তিনি আরও বলেন, “এই ঘটনা প্রশাসন কখনোই ধামাচাপা দিতে চায় না। সর্বোচ্চ সততার সঙ্গে আমরা কাজ করছি, তোমরা নিশ্চিন্ত থাকতে পারো।”