ভারত ও রাশিয়াকে ‘খোঁচা’ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক || বিএমএফ টেলিভিশন
অর্থনীতি নিয়ে ভারত ও রাশিয়াকে খোঁচা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই বন্ধনীতে রাখলেন মস্কো ও নয়াদিল্লিকে। বুধবার সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভারত ও রাশিয়া, দুই দেশের অর্থনীতিই মৃত। চাইলে এই দুই দেশ আরও অর্থনৈতিক অধোগতির পথে হাঁটতে পারে।
অর্থনীতি নিয়ে ভারত ও রাশিয়াকে খোঁচা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই বন্ধনীতে রাখলেন মস্কো ও নয়াদিল্লিকে। বুধবার সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভারত ও রাশিয়া, দুই দেশের অর্থনীতিই মৃত। চাইলে এই দুই দেশ আরও অর্থনৈতিক অধোগতির পথে হাঁটতে পারে।
ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ভারত ও রাশিয়া কীভাবে একে অপরের সঙ্গে বোঝাপড়া করবে, তা নিয়ে ভাবিত নন তিনি। তার কারণ ব্যাখ্যা করে ট্রাম্প জানান, চড়া হারের শুল্কের জন্য ভারতের সঙ্গে খুব অল্প পরিমাণ বাণিজ্য করে আমেরিকা। আর রাশিয়ার সঙ্গে প্রায় কোনো বাণিজ্যিক সম্পর্কই নেই ওয়াশিংটনের।
সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী বোঝাপড়া করছে, তা নিয়ে আমি ভাবিত নই। তারা তাদের মৃত অর্থনীতিকে একসঙ্গে অধঃপতনে নিয়ে যেতে পারে।’
একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সংযোজন, ‘আমরা ভারতের সঙ্গে খুব সামান্য পরিমাণ ব্যবসা করি। তাদের শুল্ক প্রচণ্ড চড়া, বিশ্বে সবচেয়ে বেশি। আর রাশিয়া আর আমেরিকার মধ্যে প্রায় কোনো বাণিজ্যই হয় না।’
ওই পোস্টেই ট্রাম্প নিশানা করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে। কয়েক দিন আগেই তিনি আমেরিকার উদ্দেশে তোপ দেগে দাবি করেছিলেন, রাশিয়ার সঙ্গে ওয়াশিংটন যে ‘খেলা’ খেলছে, তাতে যুদ্ধের সম্ভাবনা বাড়ছে। তার পরেই মেদভেদেভকে নিশানা করলেন ট্রাম্প। তাঁকে ‘ব্যর্থ প্রাক্তন প্রেসিডেন্ট’ বলেও কটাক্ষ করেছেন।
বুধবার বিকেলে (ভারতীয় সময় অনুসারে) ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন ট্রাম্প। এর পাশাপাশি রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। রাশিয়া থেকে ভারত অস্ত্র এবং জ্বালানি কিনছে, সে কথাও ট্রাম্পের পোস্টে উল্লেখ করা হয়। রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্কের জন্য নয়াদিল্লির ওপর ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি একটি ‘জরিমানা’ (পেনাল্টি) চাপানো হবে বলে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই জরিমানা কী হতে পারে, তা সমাজমাধ্যমে করা পোস্টে উল্লেখ করা হয়নি।