‘শত শত ইরানি বিজ্ঞানীর মস্তিষ্কে প্রোথিত জ্ঞান, বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয়’
আন্তর্জাতিক ডেস্ক || বিএমএফ টেলিভিশন
ইরানের পারমাণবিক সক্ষমতার প্রসঙ্গে দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত সংসদীয় কমিশনের সদস্য আলাউদ্দিন বরুজেরদি বলেন, ‘এই জ্ঞান এখন শত শত ইরানি বিজ্ঞানীর মস্তিষ্কে প্রোথিত। বোমা মেরে এই জ্ঞান ধ্বংস করা সম্ভব নয়, বরং তা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে পশ্চিমা বিশ্বের চাপের মুখে ইরান কখনোই পিছু হটবে না।
ইরানের পারমাণবিক সক্ষমতার প্রসঙ্গে দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত সংসদীয় কমিশনের সদস্য আলাউদ্দিন বরুজেরদি বলেন, ‘এই জ্ঞান এখন শত শত ইরানি বিজ্ঞানীর মস্তিষ্কে প্রোথিত। বোমা মেরে এই জ্ঞান ধ্বংস করা সম্ভব নয়, বরং তা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে পশ্চিমা বিশ্বের চাপের মুখে ইরান কখনোই পিছু হটবে না।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলো কোনো ভুল করলে ইসলামী প্রজাতন্ত্র তার উপযুক্ত জবাব দেবে। তিনি বলেন, অতীতেও দিয়েছে, ভবিষ্যতেও দেবে।’
সম্প্রতি ইউরোপীয় দেশগুলো জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ (স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা পুনর্বহাল) চালু করার হুমকি দিয়েছে। এর জবাবে বরুজেরদি বলেন, ‘যদি তারা আবার এই ভুল করে, তবে সংসদ ও সরকার এর চেয়েও কঠোর পদক্ষেপ নেবে।’
তিনি স্মরণ করিয়ে দেন, এর আগেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখন ইরান তার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করে। সংসদীয় বিলের মাধ্যমে এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং গার্ডিয়ান কাউন্সিল তা অনুমোদন করে কার্যকর করে।
বরুজেরদি বলেন, ‘ইরান কোনো ভয় পাওয়ার দেশ নয়। আমরা আশা করি ইউরোপ বুদ্ধিমত্তার পরিচয় দেবে। আমাদের বৈধ অধিকার থেকে আমাদের কেউ সরাতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা মূলত আলোচনার বিপক্ষে নই। তবে আলোচনার আগে অবশ্যই আমাদের অধিকারকে সম্মান করতে হবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হলো আমাদের সার্বভৌম অধিকার, যা আমাদের জাতীয় প্রয়োজন অনুযায়ী চালিয়ে যাব।’
সাক্ষাৎকারের শেষাংশে তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ইরানের সমৃদ্ধকরণের অধিকারকে স্বীকৃতি দেওয়া না হয়, ততক্ষণ আলোচনার কোনো অর্থ নেই। ‘শূন্য সমৃদ্ধকরণ’-এর পশ্চিমা দাবি কোনোভাবেই মেনে নেবে না ইরান বলে জানান তিনি।’