ফ্লোকো বাংলাদেশ: বিশ্বমানের জ্বালানি অবকাঠামো এখন বাংলাদেশে

ডেস্ক রিপোর্ট || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:১৭, বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বিশ্বজুড়ে খ্যাতিমান জ্বালানি অবকাঠামো ও প্রকৌশল সেবা প্রদানকারী ফ্লোকো গ্রুপ এর অংশ হিসেবে ফ্লোকো বাংলাদেশ লিমিটেড এখন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ায় তিন দশকের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নিয়ে ফ্লোকো এবার বাংলাদেশের খুচরা জ্বালানি খাতকে নিরাপদ, আধুনিক ও টেকসই করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিষ্ঠানটি সিঙ্গাপুর, মালয়েশিয়া ও বাংলাদেশের বিনিয়োগকারীদের যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রমে বিনিয়োগ করেছে।

ঢাকার সোনার বাংলা সার্ভিস স্টেশনে একটি সফল পাইলট প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে। মালয়েশিয়া থেকে আগত ফ্লোকো গ্রুপের চেয়ারম্যান ওমর মোহাম্মদ সাঈদ এর উপস্থিতি তে শনিবার বিকেলে মহাখালী, নাভানা ইউসুফ ইনফিনিটি তে ফোকো বাংলাদেশ লিমিটেড নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফোকো বাংলাদেশ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান মারুফ আলম এবং ম্যানেজিং ডিরেক্টর তহিদ ইফতেখার।

ভাইস চেয়ারম্যান মারুফ আলম বলেন, সরকারী ও বেসরকারি খাতে একাধিক জ্বালানি বিপণন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য অংশীদার ফ্লোকো গ্রুপ বর্তমানে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও অস্ট্রেলিয়ায় কার্যক্রম পরিচালনা করছে। ইতিমধ্যে শ্রীলঙ্কায় ৪০+ স্থানীয় টেকনিশিয়ানের দল গঠন ও ৩ বছর মেয়াদি MoU সই করে ১৫০+ স্টেশনে কাজের সুযোগ দিয়েছে।

তিনি আরোও বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ভূগর্ভস্থ ট্যাংক পরিষ্কারের বিশেষায়িত সেবা নিয়ে এসেছে ফ্লোকো বাংলাদেশ লিমিটেড যেটি ATG (অটোমেটিক ট্যাংক গজিং) ও ২৪/৭ মনিটরিং এবং Flowco Care App দিয়ে কন্ট্রোল করা সম্ভব।

ম্যানেজিং ডিরেক্টর তহিদ ইফতেখার বলেন, ফ্লোকো প্রযুক্তিনির্ভর নিরাপদ ও টেকসই সেবার মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতকে রূপান্তর করতে চায়। ATG সিস্টেমে ফুটো, পানি দূষণ, ওভারফিল শনাক্তকরণ দূরবর্তী মনিটরিং ও ইনভেন্টরি কন্ট্রোল VOC ও CO₂ নির্গমন হ্রাস করে। পরিবেশগত নিয়ম মেনে কম খরচে উন্নত সেবা নিয়ে এসেছে, যেখানে মাত্র চার ঘন্টায় LOB প্রযুক্তি ব্যবহার করে ভূগর্ভস্থ ট্যাংক পরিষ্কার করবে।

তিনি আরোও বলেন, ফ্লোকোর সেবা শুধু প্রযুক্তিগত নয়, পরিবেশ ও অর্থনীতির ক্ষেত্রেও পরিবর্তন আনবে। এটি একটি টেকসই দীর্ঘস্থায়ী সেবা। এসময় উপস্থিত ছিলেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেড সহ দেশের শীর্ষস্থানীয় অয়েল মার্কেটিং কোম্পানির সার্ভিস স্টেশন অপারেটর ও অন্যান্য জ্বালানি খাতে পেশাজীবীরা।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়