সিআইডির জন্য কত টাকা পারিশ্রমিক নেন দয়া-অভিজিৎরা?

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৫২, মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতীয় টিভি সিরিয়ালের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলোর অন্যতম ‘সিআইডি’। এ সিরিয়ালের প্রথম সিজন দীর্ঘ ২০ বছর প্রচার হয়। এসিপি প্রদ্যুমান, অভিজিৎ, দয়া—চরিত্র দর্শক মনে স্থায়ীভাবে জায়গা করে নেয়।  

৬ বছর বিরতির পর গত বছর ফের প্রচারের ফিরেছে ‘সিআইডি’। 

ভারতীয় টিভি সিরিয়ালের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলোর অন্যতম ‘সিআইডি’। এ সিরিয়ালের প্রথম সিজন দীর্ঘ ২০ বছর প্রচার হয়। এসিপি প্রদ্যুমান, অভিজিৎ, দয়া—চরিত্র দর্শক মনে স্থায়ীভাবে জায়গা করে নেয়।  

৬ বছর বিরতির পর গত বছর ফের প্রচারের ফিরেছে ‘সিআইডি’। দ্বিতীয় মৌসুম প্রচারে আসার পর পূর্বের মতো এটিও দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়াচ্ছে। জনপ্রিয় এই টিভি সিরিয়ালে অভিনয়ের জন্য অভিনয়শিল্পীরা কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন? 

পিঙ্কভিলার তথ্য অনুসারে, এসিপি প্রদ্যুমান চরিত্র রূপায়নের জন্য শিবাজি সত্যম প্রতি পর্বের জন্য পারিশ্রমিক নেন ১ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৪১ হাজার টাকা)। দয়া চরিত্র রূপায়নের জন্য দয়ানন্দ শেঠি প্রতি পর্বের জন্য নেন ৮০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৩ হাজার টাকা), অভিজিৎ চরিত্র রূপায়নকারী আদিত্য শ্রীবাস্তব নিয়ে থাকেন ৭০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯৮ হাজার টাকা)। তবে এই পারিশ্রমিক নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানাননি নির্মাতা কিংবা প্রযোজক।

ডিসিপি চিত্রলে, এসিপি প্রদ্যুমান, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, সিনিয়র ইন্সপেক্টর দয়া, ইন্সপেক্টর ফ্রেডরিক্স, ডাক্তার সালুঁখে এই ধারাবাহিকের মূল চরিত্র। এই টিমের ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন এসিপি প্রদ্যুমান। টিমটির সর্বোচ্চ পদে রয়েছেন ডিসিপি চিত্রলে। মজার ব্যাপার হচ্ছে, সিআইডির পরিচালক বি. পি. সিং ডিসিপি চরিত্রে অভিনয় করেছেন।

১৯৯৮ সালের ২১ জানুয়ারি ‘সিআইডি’ এর সম্প্রচার শুরু হয়। ২০১৮ সালের ২৭ অক্টোবর এ সিরিয়ালের প্রথম মৌসুমের শেষ পর্ব প্রচার হয়। টানা ২০ বছরে ১ হাজার ৫৪৭টি পর্ব সম্প্রচারিত হয়। ২০২৪ সালের ২১ ডিসেম্বর এ সিরিয়ালের দ্বিতীয় মৌসুমের প্রচার শুরু হয়।

৬ বছর বিরতির পর গত বছর ফের প্রচারের ফিরেছে ‘সিআইডি’। দ্বিতীয় মৌসুম প্রচারে আসার পর পূর্বের মতো এটিও দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়াচ্ছে। জনপ্রিয় এই টিভি সিরিয়ালে অভিনয়ের জন্য অভিনয়শিল্পীরা কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন? 

পিঙ্কভিলার তথ্য অনুসারে, এসিপি প্রদ্যুমান চরিত্র রূপায়নের জন্য শিবাজি সত্যম প্রতি পর্বের জন্য পারিশ্রমিক নেন ১ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৪১ হাজার টাকা)। দয়া চরিত্র রূপায়নের জন্য দয়ানন্দ শেঠি প্রতি পর্বের জন্য নেন ৮০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৩ হাজার টাকা), অভিজিৎ চরিত্র রূপায়নকারী আদিত্য শ্রীবাস্তব নিয়ে থাকেন ৭০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯৮ হাজার টাকা)। তবে এই পারিশ্রমিক নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানাননি নির্মাতা কিংবা প্রযোজক।

ডিসিপি চিত্রলে, এসিপি প্রদ্যুমান, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, সিনিয়র ইন্সপেক্টর দয়া, ইন্সপেক্টর ফ্রেডরিক্স, ডাক্তার সালুঁখে এই ধারাবাহিকের মূল চরিত্র। এই টিমের ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন এসিপি প্রদ্যুমান। টিমটির সর্বোচ্চ পদে রয়েছেন ডিসিপি চিত্রলে। মজার ব্যাপার হচ্ছে, সিআইডির পরিচালক বি. পি. সিং ডিসিপি চরিত্রে অভিনয় করেছেন।

১৯৯৮ সালের ২১ জানুয়ারি ‘সিআইডি’ এর সম্প্রচার শুরু হয়। ২০১৮ সালের ২৭ অক্টোবর এ সিরিয়ালের প্রথম মৌসুমের শেষ পর্ব প্রচার হয়। টানা ২০ বছরে ১ হাজার ৫৪৭টি পর্ব সম্প্রচারিত হয়। ২০২৪ সালের ২১ ডিসেম্বর এ সিরিয়ালের দ্বিতীয় মৌসুমের প্রচার শুরু হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়