এবার পশ্চিম তীরে হামলা বাড়িয়েছে ইসরায়েল: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক || বিএমএফ টেলিভিশন
সাম্প্রতি দখলকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইসরায়েলি নাগরিক ও নিরাপত্তা বাহিনীর হাতে ফিলিস্তিনিদের হত্যার ঘটনা এবং হামলা বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় (ওএইচসিএইচআর)।
সাম্প্রতি দখলকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইসরায়েলি নাগরিক ও নিরাপত্তা বাহিনীর হাতে ফিলিস্তিনিদের হত্যার ঘটনা এবং হামলা বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় (ওএইচসিএইচআর)।
মঙ্গলবার (১৫ জুলাই) জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র থামিন আল-খিতান বলেন, ‘গত কয়েক সপ্তাহে দখলকৃত পশ্চিম তীরসহ পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ও নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ড, হামলা ও হয়রানি বেড়েছে।’
ইসরায়েলি সেনাবাহিনীর ‘আয়রন ওয়াল’ অভিযানের পর থেকে দখলকৃত পশ্চিম তীরের উত্তরের এলাকা থেকে প্রায় ৩০ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।
ওএইচসিএইচআর জানিয়েছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিম তীরকে দখলের প্রক্রিয়া আরও জোরদার করছে।
চলতি বছরের জুন মাসে, গত দুই দশকের মধ্যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আহত হওয়ার সর্বোচ্চ সংখ্যক ঘটনা রেকর্ড করেছে জাতিসংঘ।
ওএইচসিএইচআর জানায়, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনিদের বা তাদের সম্পত্তির ওপর বসতি স্থাপনকারীদের হামলার সংখ্যা ৭৫৭টি, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ৯৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে পশ্চিম তীর ও ইসরায়েলে ফিলিস্তিনিদের হামলা বা সশস্ত্র সংঘর্ষে ৫৩ জন ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।