মহাসড়কে দুর্ঘটনা রোধে সমন্বিত সচেতনতা সভা

শহিদুল ইসলাম রেদুয়ান : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৪৮, বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত ও সড়ক দুর্ঘটনা রোধে ছাতকের জয়কলস হাইওয়ে থানায় অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক মতবিনিময় সভা।

 সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত ও সড়ক দুর্ঘটনা রোধে ছাতকের জয়কলস হাইওয়ে থানায় অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক মতবিনিময় সভা।

বুধবার (৯ জুলাই) বিকেল ৩টায় ধারণবাজারস্থ হাইওয়ে থানা প্রাঙ্গণে এ সভায় সড়কে শৃঙ্খলা ফেরাতে, যানজট কমাতে এবং দুর্ঘটনারোধে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের দাবি জানান নেওয়ার বক্তারা।

জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী'ত সভাপতিত্বে ও সার্জেন্ট সম্রাট হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে চালক, যাত্রী, মালিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ সচেতনতা অপরিহার্য।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিন,সিলেট আম্বরখানা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রনজিত দত্ত, সুনামগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি সুহেল আহমদ,
সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম,কোষাধ্যক্ষ রাসেল আহমদ, গণমাধ্যমকর্মী সহ মাইক্রোবাস সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন,অতিরিক্ত গতি, ট্রাফিক আইন লঙ্ঘন ও অদক্ষ চালকের কারণেই বাড়ছে দুর্ঘটনা। এই পরিস্থিতি মোকাবিলায় মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত ভূমিকা জরুরি।

সমন্বিত সচেতনতা সভায় গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার ও পাগলাবাজারসহ সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবৈধ দখল ও গড়ে ওঠা দোকানপাটের কারণে যানজট এখন নিত্য দিনের দুর্ভোগ।

মতবিনিময় সভায় শ্রমিক নেতারা এসব দখলদার উচ্ছেদে দ্রুত ও কার্যকর অভিযান চালানোর জোর দাবি জানান। এবং আগামী দিনগুলোতেও সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কার্যক্রম চলমান রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধারণ নতুনবাজার জামে মসজিদের ইমাম মাওলানা কুতুব উদ্দিন সালেহী।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়