গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৪০, বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সমালোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিপুল সম্পদ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা স্থাবর সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ৪০০ কোটি টাকা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সমালোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিপুল সম্পদ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা স্থাবর সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ৪০০ কোটি টাকা।

সিআইডি জানায়, গোলাম দস্তগীর গাজী জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণ, জালিয়াতি, প্রতারণা, হুন্ডি এবং আন্ডার ইনভয়েস ও ওভার ইনভয়েসের মতো সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে এসব সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে সম্পত্তি জব্দের আদেশ দেয়া হয়েছে।

জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় ৬৯টি দলিলে উল্লেখিত জমি, যার পরিমাণ মোট ৪,৮৭৯ দশমিক ৯২ শতাংশ। দলিল অনুযায়ী এসব জমির মূল্য নির্ধারিত হয়েছে ১৬ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা।

এছাড়াও গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার কারখানার স্থাবর সম্পত্তি এবং কারখানার বিভিন্ন অবকাঠামোসহ প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করা হয়েছে।

সিআইডি সূত্রে জানা যায়, এসব সম্পত্তি তিনি মূলত ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে অর্জন করেছেন। ২০২৪ সালের ৮ জুলাই সিআইডির আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালত সম্পত্তি জব্দের আদেশ দেন।
 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়