নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত কেজি শিক্ষার্থীদের সংবর্ধনা।

বিশেষ প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৫৮, বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বুধবার (৯জুলাই'২৫) উপজেলা পরিষদ হল রুমে এই আয়োজন করে উপজেলা কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ।

সমিতির সভাপতি গোলাম মোস্তফা গোলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও যদুনাথ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আরিফিন মিতালির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান। প্রধান বক্তা ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক ও ক্রীড়াবিদ জুয়েল সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যদুনাথ পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.শফিকুল ইসলাম সবুজ, নাগরপুর প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান বকুলও সাধারণ সম্পাদক এরশাদ মিয়া।

২০২৪ সালের সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে নির্বাচিতদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষকও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়