সন্ত্রাসও চাঁদাবাজির প্রতিবাদে নাগরপুরে খেলাফত যুব মজলিশের বিক্ষোভ অনুষ্ঠিত

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৩৬, সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রবিবার(১৩ জুলাই)বাদ যোহর  নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন এলাকায় বাংলাদেশ খেলাফত যুব মজলিশ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকায় পাথর মেরে বর্বরোচিত হত্যাকাণ্ড, চাঁদাবাজিও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে

রবিবার(১৩ জুলাই)বাদ যোহর  নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন এলাকায় বাংলাদেশ খেলাফত যুব মজলিশ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম।উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল মজিদ এবং ইসলামী যুব আন্দোলন, নাগরপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আল আমিন সিরাজী।

বক্তাগণ বলেন, “সাম্প্রতিক সময়ে কিছু বর্বরোচিত হত্যাকাণ্ড দেশবাসীকে স্তম্ভিত করেছে। ইসলাম, মানবতা ও সভ্যতা এই ধরনের নিষ্ঠুরতার স্থান দেয় না। পাথর মেরে মানুষ হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী মানবাধিকারের চরম লঙ্ঘন। এ সকল অপকর্মের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বক্তারা আরও বলেন, “বর্তমান সময়ে দেশে নৈতিকতা ও ইনসাফের শূন্যতা গভীরভাবে অনুভূত হচ্ছে। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, এসব সন্ত্রাসী ও চাঁদাবাজির কর্মকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

বিক্ষোভ সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়