ব্লকেড থেকে সরে এসে রাজপথে থাকার আহ্বান এনসিপি নেতাদের

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১৪, বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের সমর্থক দলগুলোকে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের নির্দেশনা দেয়। তবে এর কিছুক্ষণ পরেই আরেক ফেসবুক পোস্টে দলের কেন্দ্রীয় নেতারা ব্লকেড কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের সমর্থক দলগুলোকে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের নির্দেশনা দেয়। তবে এর কিছুক্ষণ পরেই আরেক ফেসবুক পোস্টে দলের কেন্দ্রীয় নেতারা ব্লকেড কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান।

বুধবার (১৬ জুলাই) বিকেলে সংক্ষিপ্ত পোস্টে এনসিপির নাহিদ ইসলাম, সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারী লেখেন, ‘ব্লকেড উঠিয়ে নিন, রাজপথে অবস্থান নিন।’ আগের ঘোষণায় বিশেষভাবে উল্লেখ করা হয়, ঢাকা মহানগরীর নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নেবেন।

এর আগে দলটি জানায়, গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে মশাল মিছিল এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। আজ বুধবার (১৬ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটর এলাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করবে তারা।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়