মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৬, বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

মেহেরপুরে দ্রুত গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোনা খাঁ (৬০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮ টায় মেহেরপুর শহরের হোটেল বাজার রনি রেস্তোরার সামনে এই দুর্ঘটনা ঘটে।

মেহেরপুরে দ্রুত গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোনা খাঁ (৬০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮ টায় মেহেরপুর শহরের হোটেল বাজার রনি রেস্তোরার সামনে এই দুর্ঘটনা ঘটে।


নিহত সোনা খাঁ মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার মৃত শামসুল আলম খান মোংলার ছেলে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক কলেজ মোড়ের দিক থেকে হোটেল বাজারের দিকে আসছিল। সোনা খাঁ একই দিক থেকে আসছিলেন। এসময় রনি রেস্তোরার সামনে পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেল চালককে ধাক্কা মারে। এতে মোটরসাইকেল চালক পড়ে গেলে ট্রাকের পিছনের চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায়। 


স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা  বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ট্রাকটি পালিয়ে যাওয়ার আটক করা সম্ভব হয়নি।


স্থানীয়রা জানান, দুর্ঘটনার জায়গায়
রাস্তার দুইপাশে সোহাগ পরিবহন ও শ্যামলী পরিবহণ দাঁড়িয়ে থাকায় রাস্তা সংকীর্ণ হওয়ার কারণেই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সময়ের আগেই গাড়িগুলোই কাউন্টারের সামনে এসে দাঁড়িয়ে থাকার কারণে সড়কে চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়