৭'দফা দাবিতে জাতীয় সমাবেশ বাস্তবায়নে টাঙ্গাইলে বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার লক্ষ্যে টাঙ্গাইলে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার লক্ষ্যে টাঙ্গাইলে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১০জুলাই'২৫) বিকেলে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের কনভেনশন সেন্টারে বিশেষ রুকন সম্মেলনের আয়োজন করা হয়। জেলা আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান।
সম্মেলনে ১৯ জুলাইয়ের সমাবেশ বাস্তবায়নে বিভিন্ন কমিটিকে দায়িত্ব বণ্টন করে দেন জেলা আমীর আহসান হাবীব মাসুদ। সমাবেশ সফল করার সর্বাত্মক চেষ্টা করার আহবান জানিয়ে জেলা আমীর বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে ইসলামের পক্ষের সকল শক্তিকে সাথে নিয়ে এ দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। এজন্য জামায়াতের রুকন ও কর্মীদের ব্যাপক ভূমিকা পালন করতে হবে। মাল ও জান দিয়ে ইসলামের বিজয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে।’
রাসুলের সাহাবিদের থেকে শিক্ষা নিয়ে আল্লাহর পথে অর্থ ব্যয়ের গুরুত্ব সম্পর্কে কুরআনের আয়াত দিয়ে তিনি তার বক্তব্য উপস্থাপন করেন। সমাবেশ বাস্তবায়নে বিভিন্ন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন তিনি। সমাবেশ সফল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও তাওফিক কামনা করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন জেলা আমীর।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারিদ্বয় হুসনি মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, কর্মপরিষদ সদস্য মাওলানা আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, অধ্যক্ষ মোন্তাজ আলী, মাওলানা বুরহানুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশী, মাওলানা আব্দুস সালাম, লন্ডন প্রবাসী জামায়াত নেতা অধ্যাপক ড. মোজাম্মেল হোসাইন, সকল উপজেলার আমীর সেক্রেটারি ও রুকনগণ।