বিমানবন্দরে গ্রেপ্তার বিগ বসের ‘ছোটা ভাইজান’

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:১২, রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুরির অভিযোগে গ্রেপ্তার হলেন সালমান খানের জনপ্রিয় শো ‘বিগ বস ১৬’ এর ‘ছোটা ভাইজান’ খ্যাত আব্দু রজিক। রোববার সকালে দুবাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এই তাজিকিস্তানি তারকাকে।

চুরির অভিযোগে গ্রেপ্তার হলেন সালমান খানের জনপ্রিয় শো ‘বিগ বস ১৬’ এর ‘ছোটা ভাইজান’ খ্যাত আব্দু রজিক। রোববার সকালে দুবাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এই তাজিকিস্তানি তারকাকে।

খালিজ টাইমস এর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, রোববার ভোর পাঁচটার দিকে মন্টেনেগ্রো থেকে বিমানে দুবাই বিমানবন্দরে পৌঁছান, এরপরই রজিককে আটক করা হয়। তার বিরুদ্ধে রয়েছে চুরির অভিযোগ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, ঠিক কী চুরির অভিযোগে বিমানবন্দরে আটক হয়েছেন, তা জানায়নি কর্তৃপক্ষ।

রজিক একজন গায়ক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসারও। ‘ওহি দিলি জোর’, ‘চাকি চাকি বোরন’, ‘মোদার’-এর মতো বহু হিট গান উপহার দিয়েছেন তিনি। তবে ২০২২-২৩ সালে ‘বিগ বস ১৬’-ই তাকে ভারতজুড়ে প্রকৃত পরিচিতি দেয়। সালমানের সঙ্গে তার দুরন্ত রসায়ন সকলেরই পছন্দ হয়েছিল। তিনি প্রিয় অভিনেতাকে নিয়ে ‘ছোটা ভাইজান’ নামে একটি গানও বানান।

ছোটবেলায় এক অসুখে আক্রান্ত হওয়ার কারণে দেহ সেভাবে বাড়েনি রজিকের। পরিবারের দারিদ্র ঘোচাতে অল্প বয়স থেকেই রাস্তায় গান গাইতেন। কিন্তু সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আব্দু রজিক এখন কোটিপতি, তাই তার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠায় নেটিজেনরাও হতবাক। সূত্র: দ্যা ওয়াল

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়