গারো পাহাড় সীমান্তে সাড়ে তেরো লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:২২, রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

আমানুল্লাহ আসিফের তথ্য ও ছবিতে:গারো পাহাড় সীমান্ত এলাকায় ৯টি গরুসহ ১৩ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের চায়না মোড় ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবারকুড়া সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

আমানুল্লাহ আসিফের তথ্য ও ছবিতে:গারো পাহাড় সীমান্ত এলাকায় ৯টি গরুসহ ১৩ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের চায়না মোড় ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবারকুড়া সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

৯টি গরু ছাড়াও জব্দকৃত পণ্যের মধ্যে ২৫০ পিস মোবাইল ডিসপ্লে ও একটি ইজিবাইক রয়েছে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার গবীর রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ হালুয়াঘাটের গোবরাকুড়া বিজিবি’র একটি টহল দল গোবরাকুড়া এলাকা থেকে ২৫০ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং তাদের বহন করা একটি ইজিবাইক এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন চায়না মোড় শালবাগান নামক স্থান হতে ০৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। এসময় চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় পণ্য ও গরু বাংলাদেশে পাচারের চেষ্টা করে। তবে উক্ত অভিযানের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়নের বিজিবি-৩৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়