নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তপন দাস, নীলফামারী || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:২৯, রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নীলফামারীতে পুকুরে পড়ে ১৭ মাস বয়সী শানজিদ ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নীলফামারীতে পুকুরে পড়ে ১৭ মাস বয়সী শানজিদ ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার  বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। 
নিহত শানজিদ ইসলাম নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের  পলাশবাডী আরাজি ইটাখোলা  কলোনীপাড়া  গ্রামের আজবর আলীর একমাত্র  ছেলে ।

ঘটনা স্হলে গিয়ে  স্হানীয়  কয়েকজন সাথে কথা হলে তারা বলেন  নিহত শিশু শানজিদ ইসলামের বয়স মাত্র  ১৭ মাস। সবে  মাত্র সে হাটা শিখেছে।  আর আজবর আলীর  একমাত্র  ছেলে ।  আজ শনিবার  বিকেলে হঠাৎ করে সবার অজান্তে  শানজিদ পুকুরে পড়ে যায় ।  এবং দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে   শিশুটির    এলাবাসীকে জানালে এলাকাবাসী মিলে সবাই খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে শিশু শানজিদের লাশ উদ্ধার করে  এলাকাবাসী। 
নিহত শানজিদ ইসলামের    দাদার সাথে কথা হলে তিনি বলেন আমার ছেলের একমাত্র  সন্তান  শানজিদ, এই কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। 
এদিকে  পলাশবাড়ী ইউনিয়ন  পরিষদের ৫ ওয়ার্ডের ওয়ার্ড সদস্য  মোহাম্মদ   সুকুর আলী বলেন  ঘটনাটি খুব দুঃখজনক ঘটনা আমি তাদের  বাসায় গিয়েছি সমবেদনা জানিয়েছি।
এবিষয়ে  পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ইব্রাহিম তালুকদার এর সাথে কথা বলার জন্য একাধিক যোগাযোগ করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এবিষয়ে  সদর থানার অফিসার ইনচার্জ ওসি এম আর সাইদ বলেন  ঘটনাটি  আমরা শুনেছি  এবং  তার পরিবারের  কোন অভিযোগ  না থাকায় থানায় একটি অপমৃত্যু  ডায়রি করা হয়েছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়