উখিয়ায় ইউপি সদস্য কামাল খুনের ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:৩০, রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ের ইউপি সদস্য কামাল হোসেন দুর্জয় হত্যার ঘটনায় ১৪ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ের ইউপি সদস্য কামাল হোসেন দুর্জয় হত্যার ঘটনায় ১৪ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহতের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে এ মামলাটি দায়ের করেন।

মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬ জনকে। নাম উল্লেখ থাকা সকলেই ২০১৯ সালের ২৭ জুলাই হত্যার শিকার নিহতের অপর ভাই জসিম উদ্দিন হত্যা মামলার আসামি।

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

মামলায় অভিযুক্তরা হলেন, আবদুর রহিম, তোফাইল আহমদ, জুহুর আহমদ চৌধুরী, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদোয়ান, শরিফুল হক নাহিদ। অভিযুক্তরা সকলেই উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মনখালী এলাকার বাসিন্দা।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়