আর কেউ ব্যাকবেঞ্চার নয়, মালয়ালম সিনেমা বদলে দিল ক্লাসের চিত্র

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৪৩, রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্কুল-কলেজে ‘ব্যাকবেঞ্চার’ ট্যাগের পেছনে রয়েছে এক ধরনের নেতিবাচক ধারণা। পড়াশোনায় পিছিয়ে থাকা কিংবা দুষ্টুমি করার কারণে পেছনের বেঞ্চে বসা শিক্ষার্থীদের অনেক সময়েই অবাধ্য বলে মনে করা হয়। তবে ভারতের কেরালা রাজ্যের বেশ কিছু স্কুলে এই ধারণা ভেঙে ফেলল এক মালয়ালম সিনেমা।

স্কুল-কলেজে ‘ব্যাকবেঞ্চার’ ট্যাগের পেছনে রয়েছে এক ধরনের নেতিবাচক ধারণা। পড়াশোনায় পিছিয়ে থাকা কিংবা দুষ্টুমি করার কারণে পেছনের বেঞ্চে বসা শিক্ষার্থীদের অনেক সময়েই অবাধ্য বলে মনে করা হয়। তবে ভারতের কেরালা রাজ্যের বেশ কিছু স্কুলে এই ধারণা ভেঙে ফেলল এক মালয়ালম সিনেমা।

জানা গেছে, কেরালার বেশ কিছু স্কুলে এখন থেকে আর ‘ব্যাকবেঞ্চার’ বলতে কিছু থাকবে না। কারণ শ্রেণীকক্ষে আর কোনও পিছনের বেঞ্চ থাকবে না। সব শিক্ষার্থীই বসবে ‘ফার্স্ট বেঞ্চে’।

কেরালার পরিচালক বিনেশ বিশ্বনাথনের প্রথম সিনেমা ‘স্থানার্থী শ্রীকুট্টন’ এই পরিবর্তনের অনুপ্রেরণা জুগিয়েছে। চারজন দুষ্টু প্রকৃতির এবং পড়াশোনায় অনাগ্রহী শিক্ষার্থীর গল্প নিয়ে তৈরি এই ছবির ক্লাইম্যাক্স দৃশ্য দেখেই অনেক শিক্ষক তাদের ক্লাসের আসন বিন্যাস বদলে ফেলেন। পরিচালক বিনেশ বিশ্বনাথন ছবির মাধ্যমে সমাজকে নতুন করে ভাবতে বাধ্য করেছেন।

তবে সবাই ‘ফার্স্ট বেঞ্চে’ বসবে, এটা কীভাবে সম্ভব? কেরালার স্কুলগুলো বেঞ্চগুলোকে অর্ধবৃত্তাকারে কিংবা ‘U’ আকারে সাজিয়ে দিয়েছে। এতে শিক্ষকরা সকল শিক্ষার্থীর দিকেই সমানভাবে মনোযোগ দিতে পারছেন। একই সঙ্গে শিক্ষার্থীরাও শিক্ষক-শিক্ষিকার সঙ্গে সমানভাবে আলোচনায় অংশ নিতে পারছে।

কেরালার ভালাকম, কন্নুর, আন্দুর, ত্রিশুর, পালাক্কড়ের বেশ কিছু স্কুল ইতিমধ্যেই এই পদ্ধতিতে ক্লাস নিচ্ছে। এতে শিক্ষার্থীদের মনোযোগ, শ্রবণ এবং আলোচনার দক্ষতা বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষকেরা। শ্রেণীকক্ষের এমন ছবিগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক বিনেশ বিশ্বনাথন নিজেও।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়