পীরগাছায় চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে উপজেলা বিএনপি-
হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি - || বিএমএফ টেলিভিশন
রংপুরের পীরগাছায় চাঁদাবাজি-টেন্ডারবাজি ও মাদক ব্যবসা এবং অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে যারা জড়িত সবাইকে চূড়ান্তভাবে সতর্ক করেছেন পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ডালেজ।
রংপুরের পীরগাছায় চাঁদাবাজি-টেন্ডারবাজি ও মাদক ব্যবসা এবং অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে যারা জড়িত সবাইকে চূড়ান্তভাবে সতর্ক করেছেন পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ডালেজ।
নেতাকর্মীদের তারা জানান, পীরগাছা উপজেলায় যারা বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালায়, তাদের আমাদের সঙ্গে রাজনীতি করার সুযোগ থাকবে না। এসব কাজের সঙ্গে যারা জড়িত কারো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, পীরগাছা উপজেলায় সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের যারা চাঁদাবাজি, দখলসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দলীয় ও আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের দল থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হুঁশিয়ারি দিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,মোঃ শরিফুল ইসলাম ডালেজ বলেন, ‘কারো নিজস্ব অপরাধের দায় দল নেবে না। আর যারা অপরাধ করে তারা অপরাধী। সে কোন দলের, তা মূল বিষয় নয়। তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলসহ নানা অনিয়মের অভিযোগ ওঠেছে। যেকোনো বিশৃঙ্খলারোধে কঠোর অবস্থানে বিএনপির হাইকমান্ড।
যেখানেই যার বিরুদ্ধে বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ উঠেছে, যাচাই সাপেক্ষেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।