ভারী বৃষ্টিপাত নিয়ে আরও বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:১৩, বুধবার, ৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিপাতে নাকাল ঢাকাসহ দেশের অনেক জেলা। তৈরি হয়েছে বন্যা আশঙ্কাও। এরইমধ্যে বৃষ্টিপাত নিয়ে আরও বড় দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে তারা।

টানা বৃষ্টিপাতে নাকাল ঢাকাসহ দেশের অনেক জেলা। তৈরি হয়েছে বন্যা আশঙ্কাও। এরইমধ্যে বৃষ্টিপাত নিয়ে আরও বড় দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে তারা।

আজ বুধবার (৯ জুলাই) ভারী বৃষ্টিপাতের এক সতর্কবার্তায় অধিদপ্তর থেকে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে ৯ এপ্রিল সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (>৮৮ মি.মি.) বর্ষণ হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়