রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজারে ভূমিধসে সতর্কতা জারি

রফিক মাহমুদ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০১:৪১, মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রতিনিধির ধারন করা

প্রতিনিধির ধারন করা

 

সম্ভাব্য ‘অতিভারী বৃষ্টিপাত’ এর কথা মাথায় রেখে কক্সবাজার জেলা এবং উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ভূমিধসের আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী বুধবার (২৮ মে) সকাল ১০ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টা দেশের চারটি বিভাগ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী (৮৮ মি.মি/২৪ঘন্টা) বৃষ্টিপাতা বা ভারীবর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জারীকৃত বার্তায় আরো উল্লেখ করা হয়, অতিবর্ষণের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে।

অন্যদিকে ‘ভূমিধস’ প্রবণ এলাকা হিসেবে পরিচিত উখিয়া-টেকনাফের ৩৩ টি রোহিঙ্গা ক্যাম্পে ঝুঁকি এড়াতে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়।

সূত্র বলছে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পাহাড়ি এলাকায় বসবাসরত রোহিঙ্গাদের সতর্কতা অবলম্বনের আগাম অনুরোধ জানিয়েছে ক্যাম্প প্রশাসন।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়