গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির

আন্তর্জাতিক ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:১২, সোমবার, ৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে শুধুমাত্র গাজা শহরেই ৩৯ জন নিহত হয়েছেন। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, এই সপ্তাহের মধ্যেই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য।

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে শুধুমাত্র গাজা শহরেই ৩৯ জন নিহত হয়েছেন। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, এই সপ্তাহের মধ্যেই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য।

রোববার (৬ জুলাই) গাজা সিটিতে ইসরায়েলি হামলার পর জীবিতরা 'ভয়াবহ' দৃশ্যের বর্ণনা দিয়েছেন। শেখ রেডওয়ান এলাকার বাসিন্দারা ধ্বংসস্তূপ থেকে নিহতদের দেহের অংশ উদ্ধার করেছেন এবং আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য চেষ্টা চালিয়েছেন।

গাজা সিটিতে হামলার শিকার মাহমুদ আল-শেখ সালামা জানান, রাত ২টায় (জিএমটি ২৩:০০) তিনি যখন ঘুমাচ্ছিলেন, তখনই হামলাটি হয়। তিনি আল জাজিরাকে বলেন, “আমরা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনলাম এবং তার কিছুক্ষণ পরেই আরেকটি। আমরা ছুটে গেলাম… এবং মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল – চারটি পরিবার, প্রচুর বাসিন্দা।

সালামা আরও বলেন, আমরা জীবিতদের খোঁজার চেষ্টা করেছি এবং প্রায় তিন ঘণ্টা সংগ্রাম ও ভাঙচুরের পর ধ্বংসাবশেষের নিচ থেকে দুজনকে জীবিত বের করতে সক্ষম হয়েছি। দুজনকে জীবিত বের করেছি – বাকিরা শহীদ হয়েছেন এবং এখনও আটকা পড়ে আছেন।

আল জাজিরার হানি মাহমুদ, গাজা সিটি থেকে রিপোর্ট করে বলেছেন, ইসরায়েলের বর্তমান সামরিক আগ্রাসন যুদ্ধের প্রথম সপ্তাহের 'ভয়ঙ্কর ও নৃশংস স্মারক' কারণ প্রতিটি হামলার তীব্রতা ও মাত্রা অনেক বেশি। তিনি বলেন, মাত্র দুই ঘণ্টার মধ্যে, আমরা গাজা উপত্যকা জুড়ে কমপক্ষে সাতটি বিমান হামলা গণনা করেছি।

তিনি আরও বলেন, দেইর এল-বালাহ-এর উত্তরাংশে একটি স্থানীয় কমিউনিটি কিচেনেও হামলা চালানো হয়েছে এবং তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে এর প্রধান অপারেটরও রয়েছেন।

গাজায় অব্যাহতভাবে চলা হামলায় পুরো উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আরও আগেই। সেখানে এখন খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। পুরো উপত্যকায় নেমে আসছে মানবিক বিপর্যয়। এর মধ্যে ত্রাণকেন্দ্রগুলোতে খাবার নিতে গিয়ে ইসরায়েলি হামলার মুখে পড়ছেন সেখানকার বাসিন্দারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (৫ জুলাই) এক পরিসংখ্যানে জানায়, উপত্যকায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ উদ্যোগ গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কেন্দ্রগুলো থেকে খাবার সংগ্রহ করার সময় কমপক্ষে ৭৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ হাজার ৮৯১ জন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়