মার্কিন ভিসা ইস্যুর পরেও বাতিল নিয়ে নতুন বার্তা দূতাবাসের

ডেস্ক রিপোর্ট || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:৪৭, সোমবার, ৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভিসা ইস্যু হওয়ার পর কোনো ব্যক্তি আইন লঙ্ঘন করলে কিংবা ভিসার অপব্যবহার করলে ইস্যুকৃত সেই ভিসা বাতিল করা হতে পারে বলে জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

ভিসা ইস্যু হওয়ার পর কোনো ব্যক্তি আইন লঙ্ঘন করলে কিংবা ভিসার অপব্যবহার করলে ইস্যুকৃত সেই ভিসা বাতিল করা হতে পারে বলে জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

আজ সোমবার (৭ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেওয়া হয়েছে।

সেই পোস্টে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রে প্রত্যেক ভিসা আবেদনকারীকে বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়, যার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা এবং সন্ত্রাসবিরোধী ডেটাবেসের সাথে মিলিয়ে দেখাও অন্তর্ভুক্ত।’

যুক্তরাষ্ট্র দূতাবাস আরও জানিয়েছে, ‘ভিসা ইস্যু হওয়ার পরও যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই প্রক্রিয়া শেষ হয় না—যদি আপনি আইন লঙ্ঘন করেন বা ভিসার অপব্যবহার করেন, তাহলে আপনার ভিসা বাতিল করা হতে পারে।’

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়