জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৭ জুলাই) জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাজশাহীতে অবস্থানকালে এ কথা বলেন তিনি।
জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৭ জুলাই) জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাজশাহীতে অবস্থানকালে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্ট পর্যন্ত জুলাই সনদের জন্য অপেক্ষা করা হবে। আশা করা যায়, সরকারসহ সব পক্ষ এর মধ্যেই জুলাই সনদ ঘোষণা করবে।’
গত ৬ দিনে ১৪টি জেলায় পদযাত্রা শেষ করে আজ সোমবার নাটোর হয়ে সিরাজগঞ্জ ও পাবনায় যাবেন এনসিপি নেতারা।
এনসিপি গত ১ জুলাই থেকে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচি পালন করছেন।