উখিয়ায় র‍্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক-২

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৩৫, সোমবার, ৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কক্সবাজারের উখিয়াতে র‍্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দু’জন মাদককারবারিকে আটক করা হয়েছে।

উখিয়ায় র‍্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক-২


উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়াতে র‍্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দু’জন মাদককারবারিকে আটক করা হয়েছে।

তারা হলেন- টেকনাফ ছোট হাবিব ছড়া এলাকার বাদশা মিয়ার ছেলে মো. মনির (৩২) ও উখিয়া উপজেলার জালিয়া পালং ইউপির ৮ নম্বর ওয়ার্ড মাদারবনিয়া গ্রামের রশিদ আহমদের ছেলে মঞ্জুর আলম (২৮)।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

তিনি বলেন, র‍্যাবের মাদকবিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কক্সবাজারের উখিয়া জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকায় মাদক কারবারিরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে রবিবার ৬ জুলাই সকালে র‍্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং, এবং সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের অভিযানিকদল উক্ত স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ১টি স্মার্টফোন ও ১টি বাটন ফোন’সহ দুইজন মাদককারবারীকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত আলামত’সহ আটক মাদককারবারীদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়