‘বাংলাদেশকে শুধু এশিয়া নয়, বিশ্বমঞ্চে নিয়ে যেতে চাই’
অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশকে শুধু এশিয়া নয়, বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন ঋতুপর্ণা চাকমা ও অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি।
বাংলাদেশকে শুধু এশিয়া নয়, বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন ঋতুপর্ণা চাকমা ও অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি।
রোববার (৬ জুলাই) দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তারা এ আশা প্রকাশ করেন।
প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার ইতিহাস গড়ায় রাতেই হাতিরঝিলে বিশেষ সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সংবর্ধনায় দলের খেলোয়াড়রা বলেন, এই অর্জন দলীয় প্রচেষ্টার ফল।
ঋতুপর্ণা চাকমা বলেন, ‘আজকে আমরা এখানে এসেছি দলীয় প্রচেষ্টায়, ফুটবল কোনো ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর খেলা নয়। আমরা বাংলাদেশের মেয়েরা জানি, কীভাবে কঠিন পরিস্থিতিতে ফাইট (লড়াই) করতে হয়। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদের নিরাশ করব না। আমরা এশিয়া নয়, বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই।’
অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তিও বলেন, ‘এই মুহূর্ত ভোলার মতো নয়। আমরা যেন আর ভালো কিছু করতে পারি, তার জন্য দোয়া করবেন। কেবল দক্ষিণ এশিয়া নয়, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে পারি।’
এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ আরও অনেকে। হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বাঘিনীদের শুভেচ্ছা জানাতে মধ্যরাতেই ভিড় জমিয়েছিলেন ফুটবল প্রেমীরা।