ইবি শিক্ষার্থীদের দাবি সত্বেও কুমারখালী রুটে চালু হয়নি বাস

ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৩০, শনিবার, ২৮ জুন, ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

 

কুষ্টিয়ার কুমারখালী থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসতে দীর্ঘদিন ধরে পরিবহন সমস্যায় ভুগছেন শিক্ষার্থীরা। এই রুটে নেই কোনো বাস সুবিধা। এতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। প্রশাসন বারবার দাবি জানানোর পরও বাস্তব কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।

জানা যায়, গত বছরের ২৫ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরবি ভাষা ও সাহিত্য বিভাগের এক শিক্ষার্থী। তিনি কুমারখালীর বাসিন্দা ছিলেন। তার মৃত্যুর পরদিন নিরাপদ সড়ক ও বাস সার্ভিস চালুর দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন।পরবর্তীতে কুমারখালী ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এতে বাস সার্ভিস চালুর জোর দাবি জানানো হয়েছিল। উপাচার্য বাস সুবিধার আশ্বাস দিলেও, এখন পর্যন্ত তা বাস্তবায়নের কোনো অগ্রগতি চোখে পড়েনি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

কুমারখালী উপজেলার শিক্ষার্থী মো. রায়হান উদ্দিন সজীব বলেন, “ইবির শিক্ষার্থীদের একটি বড় অংশ কুমারখালী উপজেলায় বসবাস করে। প্রতিদিন যাতায়াতে বিশেষ করে শীত ও বর্ষাকালে আমরা চরম দুর্ভোগে পড়ি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাস যেখানে এক জেলা থেকে আরেক জেলায় চলাচল করে, সেখানে ২০ কিমি দূরের কুমারখালীতে বাস না থাকাটা অত্যন্ত দুঃখজনক। এটি আমাদের ন্যায্য অধিকার ছিল, যা আমরা হারিয়ে ফেলেছি। আগে এই রুটে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করত। এখন আমরা দ্রুত বাস সার্ভিস চালুর দাবি জানাচ্ছি।”

কুমারখালী ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এস. এম. চুন্নু বলেন, “উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার সময় তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন। পরে প্রায় দুই মাস পর আমরা আবার পরিবহন প্রশাসকের সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান, বিভিন্ন কারণে মিটিংটি অনুষ্ঠিত হয়নি। আমাদের জানানো হবে বলে আশ্বাস দিয়েছিলেন। বর্তমানে প্রায় ২০০-এর বেশি শিক্ষার্থী কুমারখালী থেকে ক্যাম্পাসে নিয়মিত যাতায়াত করে। আমরা চাই, দ্রুত এই রুটে বাস চালু হোক।”

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. আব্দুর রউফ বলেন, “এই রুটে এখনো কোনো বাস চলাচল করেনি এবং এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। আমি দায়িত্ব গ্রহণের পর আগামী সপ্তাহেই পরিবহন পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় কুমারখালী রুটে বাস চালুর বিষয়টিও আলোচনায় আসবে। বাসের টাইমিং, সামঞ্জস্যতা ও সুবিধা-অসুবিধা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও নতুন বাস ক্রয়, অন্যান্য নতুন রুটে বাস চালুর বিষয়সহ আরও কিছু দাবি নিয়েও সভায় আলোচনা করা হবে।”

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়