শান্তিগঞ্জে নিখোঁজ ব্যবসায়ী ফখরুল সন্ধানের দাবিতে মানববন্ধন

শহিদুল ইসলাম রেদুয়ান, শান্তিগঞ্জ। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১০:৪৪, বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

 শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি'র সহ- সাধারণ সম্পাদক নিখোঁজ ফখরুল ইসলাম জয়ের সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি'র সহ- সাধারণ সম্পাদক নিখোঁজ ফখরুল ইসলাম জয়ের সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৩ ঘটিকায় গনিগঞ্জ বাজার কমিটির আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি কবির আহমদ ও ব্যবসায়ী শাহ আলম -এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নিখোঁজ ফখরুলের বাবা মাওলানা বশির আহমদ, বাজার কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক ডা: নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হেলাল আহমদ,অর্থ সম্পাদক মোস্তফা মিয়া,দপ্তর সম্পাদক আব্দুস ছাত্তার, নির্বাহী সদস্য নিজাম উদ্দিন, জহিরুল ইসলাম, ফখরুল ইসলাম,ব্যবসায়ী নুনু মিয়া।

কান্না জড়িত কন্ঠে নিখোঁজ ফখরুলের বাবা বশির আহমদ বলেন, প্রশাসনের নিকট অনুরোধ করে বলেন আমার ছেলে ফখরুল ইসলাম কে তার নাবালক ৩ সন্তানের কাছে অতিবিলম্বে ফিরিয়ে দাও।

বক্তারা জানান, ফখরুল ইসলাম জয় ২৮শে জুন সকালে গনিগঞ্জ বাজারের ফেমাস টেলিকমে গেলেও রাতে আর বাড়ি ফেরেননি। দোকানের সাটার অর্ধনমানো অবস্থায় নিখোঁজ হন তিনি। এরপর থেকে তার মোবাইলও বন্ধ।

নিখোঁজের পর আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ করেও ফখরুল ইসলাম জয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবার শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ছয় দিন পার হলেও সন্ধান মেলেনি। এ ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী দ্রুত মোবাইল ট্র্যাকিং ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ৪৮ ঘণ্টার মধ্যে ফখরুলকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান প্রশাসনের কাছে।

এই বিষয় শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ফখরুল ইসলামের সন্ধানে আমাদের তদন্ত চলমান রয়েছে। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য লিটন দাস তালুকদার, ব্যবসায়ী রঞ্জু দাস, অরুণ তালুকদার, রাজ্জাক মিয়া, বারিন্দ্র বৈদ্য, সৈকত দাস, অসিত দাস,আব্দুল মুকিত, কাওছার আহমদ, জাকারিয়া, শরীফ মিয়া, রাজিব, রিয়াদ, তারেক মিয়া, বদরুজ্জামান, জিয়াউল হক, বিপ্টু দাস, তারেক আহমদ, আব্দুস শহীদ, রফিক উদ্দিন, তাহিদ আহমদ, হাবিল আহমদ, ছইদুর রহমান, আব্দুল বাছিত, চিশতিয়া, জাহিদুল, এনামুল হক, আবু উবায়দা, রুকন, নির্মল তালুকদার, কদর আলী, আজিজুল হক, অজিত দাস, লিটন, শহীদুল, নুর হোসেন, অঞ্জন দাস, আফাজ উদ্দিন, মনিরুল ইসলাম, জুসেল মিয়া, জয়ন্ত দাস, বিনয় দেবনাথ, রাজু মিয়া, আব্দুল হেকিম, সাদ্দাম রেজা, সুজিত দাস, রহিম উদ্দিন, ছালাতুল ইসলাম আমিন, মাছুম মিয়া, নজির উদ্দিন, আবু সাঈদ, মছব্বির, মাহমুদ আলী, আব্দুল কাইয়ুম, মিটুন কান্তু সরকার, পরিমল, রামপ্রসাদ দেবনাথ, জহির আহমদ, রামমোহন দেবনাথ, মাদব, রঞ্জন দাস, ফজর আলী, ইসরাক জাহান, সৌরভ, তাহির আলম, আব্দুল মোক্তাকিন, নুর হোসেন মোসাদ্দিক রেজা, আব্দুল ছমির, আল আমিন, মিজানুর রহমান, নুরুল ইসলাম, পল্লী চিকিৎসক লতিবুর রশিদ, নাজমুল হক, বীরেন্দ্র দেবনাথ, কিবরিয়া, মখলিছুর রহমান, মোঃ আলম সহ বিপুলসংখ্যক এলাকাবাসী।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়