মোংলায় যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীদের কটুক্তি!

প্রতিবাদে বিএনপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৫৩, বুধবার, ২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
ছবিঃ প্রতিনিধি।

ছবিঃ প্রতিনিধি।

মোংলায় পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীদের উদ্দেশ্য করে হেয় প্রতিপন্ন এবং কটুক্তিমূলক বক্তব্য প্রদাণসহ সাংগঠনিক নানা অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং সংবাদ সম্মেলন করেছেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একাংশের নেতা-কর্মীরা। 

বুধবার (২ জুলাই) দুপুরে শহরের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করেন স্থানীয় পৌর যুবদল নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে পৌর যুবদলের সদস্য সচিব এম, এ কাশেম তার লিখিত বক্তৃব্য বলেন, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রভাবশালী নেতাদের সাথে যোগসাজেশের মাধ্যমে ব্যবসা বাণিজ্যসহ নানা সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। এখন ফ্যাসিস আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে দলীয় প্রভাবের মাধ্যমে পুনর্বাসন করছেন। বিএনপির পৌর ওয়ার্ড কমিটির গুরুত্বপূর্ণ পদে আওয়ামী দোসর ও বিতর্কিত লোকদের স্থান করে দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পৌর যুবদলের সদ্য পদত্যাগকৃত আহবায়ক মাহমুদ রিয়াদ বলেন, মাহবুবুর রহমান মানিক দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে ইতিপূর্বে দুইবার দল থেকে বহিস্কার হলেও এখনও সংশোধন হননি। সে দলীয় ভাবে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। যার কারণে এখানে দলীয় নেতা-কর্মীরা দারুণভাবে ক্ষুদ্ধ ও হতাশ। সাংগঠনিকভাবে মানিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও জোরালো দাবি জানান সদ্য পদত্যাগকৃত যুবদল এই নেতা।

অপরদিকে একই ইস্যুকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন শেষে পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।

এ সময় বক্তারা বলেন, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক গত ২৮ জুন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধ হেয়প্রতিপন্ন এবং কটুক্তিমূলক বক্তব্য প্রদান করার জেরে ক্ষোভে সৃষ্টি হয়েছে স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীদেও মাঝে। অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব আবুল কাশেম, পৌর যুবদল নেতা ইকবাল মুন্সী, উপজেলা যুবদল নেতা খালিদ মাহমুদ সোহাগ ও পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম সাদ্দাম ও সাবেক সদস্য সচিব সাগর মীর।

এ ব্যাপারে পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক বলেন, যারা এসব কর্মকান্ড করছেন তারা ভিন্ন রাজনৈতিক দলের গুপ্তচর হিসেবে বিএনপির অভ্যন্তরে নানা বিবাদ সৃষ্টি করছেন। এর আগে পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলে বিশৃঙ্খলার দায়ে এদেরকে দল থেকে শোকজ করা হয়েছিল। এখন সামনে পৌর বিএনপির সম্মেলন বানচালের জন্য উঠে পড়ে লেগে নানা অপপ্রচার চালাচ্ছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়