রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী ২০২৫
স্টাফ রিপোর্টার || বিএমএফ টেলিভিশন
জামালপুর সমিতি, ঢাকার উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৯ মে ২০২৫ সোমবার বিকেল সাড়ে চারটায় জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে দুই কবির জীবন ও সাহিত্য বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
ঢাকাস্থ জামালপুর সমিতি নির্বাহী সভাপতি হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপি'র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ।
"রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী'র" তাৎপর্য নিয়ে উপস্থিত বিশিষ্ট ব্যক্তবর্গ এবং গবেষক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকাস্থ জামালপুর সমিতি সন্মানিত মহাসচিব প্রফেসর ডাঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, সালিমা তালুকদার আরুনি এবং উপস্থিত ছিলেন নজরুল ইসলাম দুলাল সহ জামালপুর সমিতি ঢাকা'র নেতৃবৃন্দ ।
বিশিষ্ট আবৃত্তিকার, নজরুল গবেষক ও বাচিক শিল্পী জনাব টিটু মুন্সী'র আবৃতি উপস্থাপনায় উপস্থিত সুধীবৃন্দের হৃদয় ছুঁয়ে যায়।