নুসরাত ফারিয়াকে কাল তোলা হবে আদালতে
বিনোদন প্রতিবেদক || বিএমএফ টেলিভিশন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাঁকে আদালতে হাজির করা হবে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড চাওয়া হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আইনগত বিষয়। তদন্তের স্বার্থে এ বিষয়ে এখন কিছু বলতে চাই না।’ তবে ভাটারা থানার একটি সূত্র জানিয়েছে, নুসরাত ফারিয়াকে রিমান্ডে নেওয়ার আবেদন করবেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড আবেদনের কাগজ প্রস্তুত করা হচ্ছে। তবে কদিনের রিমান্ডের আবেদন করা হবে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে রোববার রাত সাড়ে ৮টায় ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও আন্দোলন দমনের জন্য অর্থ জোগানদাতার অভিযোগে তাঁর বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রয়েছে। সেই মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁকে নিরাপদে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে এসেছেন। তাঁকে গ্রেপ্তার দেখানো হবে কি না, এটি আসলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা-পুলিশ বলতে পারবে। তাঁর বিরুদ্ধে ডিবিতে কোনো মামলা বা অভিযোগ নেই।’