ইবিতে জুলাই আহতদের অনুদান তুলে দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন
মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন
দীর্ঘ ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের অবদানে আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের হাতে অনুদান তুলে দিয়েছে প্রশাসন।
বুধবার (২ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র নিজ কার্যালয়ে এই অনুদান দেওয়া হয়।
জানা যায়, জুলাই অভ্যুত্থানে অবদান স্বরূপ বিশ্ববিদ্যালয়ের আহত ১১ জন শিক্ষার্থীর হাতে অনুদান তুলে দেওয়া হয়। অনুদানের পরিমাণ ছিল মোট ৫৮ হাজার।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক তানভীর মন্ডলসহ প্রমুখ।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘সারাদেশে জুলাই-আগস্ট বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে ও আহত-নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেই অনুদান দেওয়া হয়েছে, তার পরিমান প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। কিন্তু আমরা আমাদের ছাত্রদের কল্যাণের জন্য চেষ্টা করছি। তাঁরা আমাদের বিবেচনায় থাকবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লব যেন আমাদের আদর্শ হয়। পরবর্তী বাংলাদেশে জুলাই-আগস্টের আদর্শ, ত্যাগ ও দর্শনকে ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিচালনা করবো।’