উখিয়ায় র‍্যাব পরিচয়ে অপহরণ , মুলহোতা সিকদার গ্রেফতার

উখিয়া প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:২৭, শনিবার, ২৮ জুন, ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

উখিয়ায় র‍্যাব পরিচয়ে অপহরণ: মূলহোতা ‘সিকদার’ গ্রেফতার
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন মরাগাছতলা এলাকা থেকে র‌্যাব পরিচয়ে অপহরণকারী চক্রের মূলহোতা সিকদারকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব সূত্র জানায়, গত ১১ জুন রোহিঙ্গা ক্যাম্প-১৫’র বাসিন্দা হাফিজ উল্লাহকে তিনজন সন্ত্রাসী বরখাস্ত সৈনিক সুমন, সন্ত্রাসী রাকিব, সন্ত্রাসী সিকদার র‌্যাব পরিচয়ে অপহরণ করে টেকনাফের রঙ্গিখালী পাহাড়ে নিয়ে যায় এবং তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে ১৪ জুন বরখাস্ত সৈনিক সুমন মুন্সিকে আটক করে র‌্যাব এবং তার দেওয়া তথ্যে ১৫ জুন অপহৃত হাফিজ উল্লাহকে উদ্ধার করা হয়।

ঘটনার ধারাবাহিকতায় গত ২৭ জুন বিকেলে মরাগাছতলা এলাকা থেকে এজাহারভুক্ত পলাতক আসামি ও চক্রের অন্যতম মূলহোতা সিকদারকে গ্রেফতার করে র‌্যাব-১৫। গ্রেফতারকৃত সিকদার ওই এলাকার বাসিন্দা আবুর ছেলে।

গ্রেফতারকৃত সিকদারকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক।

 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়