বৃষ্টি নিয়ে দুঃসংবাদ, নতুন লঘুচাপের পূর্বাভাস

অনলাইন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৫৭, রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দেশজুড়ে কয়েক দিন ধরে চলমান বৃষ্টিপাতের ধারায় শিগগিরই বিরতি আসছে না। বরং আগামী আরও কয়েক দিনে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশজুড়ে কয়েক দিন ধরে চলমান বৃষ্টিপাতের ধারায় শিগগিরই বিরতি আসছে না। বরং আগামী আরও কয়েক দিনে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৪ আগস্ট) সংস্থার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে সোমবার (২৫ আগস্ট) নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় নতুন করে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি নামতে পারে। একই সময়ে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক অংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের কিছু এলাকায় অতি ভারি বর্ষণের আশঙ্কাও করা হচ্ছে।

আগামীকাল সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত রংপুর, চট্টগ্রাম ও সিলেটের বহু স্থানে এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। একই সময়ে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু স্থানে বৃষ্টি নামতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের আশঙ্কা রয়ে গেছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়