জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হাতে বাবা ও ছেলে খুন

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:১২, সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নে চাচাতো ভাইদের হামলায় মিরাজ (২০) নামের এক যুবক খুন হয়েছে।

জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নে চাচাতো ভাইদের হামলায় মিরাজ (২০) নামের এক যুবক খুন হয়েছে।

মঙ্গলবার(২৬ আগস্ট) আড়াইটার দিকে ভালাইপুর মোড়ের অদূরে পোলের মাঠে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের বাবা তৈয়ব আলী (৪০) গুরুতর জখম হন।

পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ঘটনার পরপরই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ অভিযুক্ত বাবু (৪৩) ও রাজু (৩২)-কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজের সঙ্গে আপন ভাতিজা বাবু (দুখমিয়ার ছেলে) এবং ভাগ্নে রাজু (মৃত রহমানের ছেলে)-র বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।

আজ দুপুরে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজ মাঠে চাতালে পাট শুকানোর সময় হঠাৎই বাবু ও রাজু তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মিরাজ নিহত হন এবং তৈয়ব গুরুতরভাবে আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

খবর পেয়েপুলিশদ্রুতঘটনাস্থলে গিয়েনিহতদের মরদেহউদ্ধারকরে।

এ প্রসঙ্গে আলুকদিয়া ইউনিয়নের ১নংওয়ার্ডের ইউপিসদস্যআলবেলালজানান, শরিকেরজমিনিয়েকয়েকমাসধরেতাদেরমধ্যেবিরোধচলছিল।একাধিকবার স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টাকরাহলেওশেষপর্যন্ত আজএইঘটনাঘটেছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়