বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশ থেকে প্লাস্টিকে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশ থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশ থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার পিলজংগ এলাকায় এ ঘটনা ঘটে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মহাসড়কের পাশে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাস্থল থেকে কিছু কাপড়-চোপড়ও উদ্ধার করা হয়েছে। কে বা কাহারা মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।