প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ৮০ শতাংশ নারী ও পোষ্য কোটা বাতিল করা হয়েছে। পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ৮০ শতাংশ নারী ও পোষ্য কোটা বাতিল করা হয়েছে। পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর।
বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার নতুন ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’ জারি করেছে। এতে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে ৯৩ শতাংশ সহকারী শিক্ষক পদে মেধার ভিত্তিতে নিয়োগের বিধান রাখা হয়েছে।
বাকি কোটার মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ১ শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য থাকছে।
নতুন বিধিমালায় প্রধান শিক্ষকের ৮০ শতাংশ পদে পদোন্নতি পাওয়ার সুযোগ পাচ্ছেন সহকারী শিক্ষকরা, বাকি ২০ শতাংশ স্কুল প্রধানের নিয়োগ হবে সরাসরি। আগের বিধিমালায় না থাকলেও নতুনটিতে শরীরিক শিক্ষা ও সঙ্গীত বিষয়ের সহকারী শিক্ষক পদ থাকার কথা বলা হয়েছে। নিয়োগ হবে উপজেলা ও থানাভিত্তিক।