চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া পিস্তল মোংলা থেকে উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:০২, বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

চট্টগ্রামে গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে থানা থেকে লুটে নেয়া একটি পিস্তলসহ কামাল হাওলাদার (৪৫) নামে এক সন্ত্রসীকে বাগেরহাটের মোংলা থেকে গ্রেফতার করা হয়েছে।
 

চট্টগ্রামে গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে থানা থেকে লুটে নেয়া একটি পিস্তলসহ কামাল হাওলাদার (৪৫) নামে এক সন্ত্রসীকে বাগেরহাটের মোংলা থেকে গ্রেফতার করা হয়েছে।


বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মোংলা উপজেলা হাসপাতালের সামনে থেকে গ্রেফতারের পর তার মালগাজী এলাকায় বসতবাড়ি হতে থানা থেকে লুটে নেয়া পুলিশের ব্যবহৃত ৭ পয়েন্ট ৬২ মডেলের একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়। সন্ত্রাসী কামাল হাওলাদার বাগেরহাটের মোংলা উপজেলার মালগাজি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। গ্রেফতারের পর তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।


মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন এতথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থানা লুটের আস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী কামাল হাওলাদার সম্প্রত অনুষ্ঠিত মোংলা উপজেলা চাঁদপাই ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করে করে পরাজিত হয়। কামাল হাওলাদার বাগেরহাটের মোংলা উপজেলার মালগাজি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়