রোহিঙ্গাক্যাম্পে প্রশাসনের নাম নাম ভাঙিয়ে প্রতারণায় প্রতারক গ্রেফতার
রফিক মাহমুদ উখিয়া প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রশাসনের নাম ভাঙিয়ে প্রতারণা, প্রতারক ইয়াহিয়া আটক
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে প্রশাসনের নাম ভাঙিয়ে সাধারণ রোহিঙ্গাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক রোহিঙ্গা প্রতারককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৭ টার দিকে কুতুপালং ২ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের পর প্রতারককে উখিয়া আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর উখিয়া আর্মি ক্যাম্পের কর্ডশেল কমান্ডার তাকে উখিয়া থানায় হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফ হোসাইন।
তিনি জানান, অভিযুক্ত প্রতারককের নাম ইয়াহিয়া মাহমুদ। সে ২ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের বাসিন্দা আবু সালামের ছেলে। তার এফসিএন ২৬২২২২০। দীর্ঘদিন ধরে নিজেকে নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।
আটক ইয়াহিয়া মাহমুদ নিজেকে প্রশাসনের পদস্থ কর্মকর্তা” হিসেবে উপস্থাপন করে সাধারণ রোহিঙ্গাদের প্রতারণার ফাঁদে ফেলতেন বলে নিশ্চিত করা গেছে।
তিনি বলেন, বিভিন্ন সমস্যা সমাধান করে দিতে পারবেন এবং ক্যাম্প প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এমনকি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথেও তার সম্পর্ক রয়েছে বলেও দাবী করতেন। সে সাধারণ রোহিঙ্গা ও ক্যাম্পের মাঝিদের ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।
ওসি বলেন, সাধারণ রোহিঙ্গা ও স্থানীয়দের প্রতারণার হাত থেকে রক্ষা করতে এ ধরনের চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
####
সংবাদ প্রেরক
রফিক মাহমুদ
উখিয়া, কক্সবাজার
মোবাইল: ০১৮১২-৪২৯২৬৮