বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো || বিএমএফ টেলিভিশন
চট্টগ্রামের সাতকানিয়ায় ১০ বছর বয়সী হেফজখানার এক ছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে কায়েম উদ্দিন রাব্বি (১৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২০ জুন) সকালে ওই শিক্ষককে সেনাবাহিনী পুলিশের নিকট সোপর্দ করে।
শিক্ষক রাব্বি সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইছামতিরকূল এলাকার মো. ইউনুছের ছেলে এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আশেকের পাড়া হাবীবিয়া তালীমুল কোরআন মাদ্রাসার শিক্ষক।
জানা গেছে, এ ঘটনায় শুক্রবার রাতে ওই ছাত্রের মা বাদী হয়ে ওই শিক্ষককে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বলাৎকারের শিকার ছাত্র জানায়, রাব্বি হুজুর বিভিন্ন সময় রাতে তার শয়নকক্ষে গিয়ে ৫ থেকে ৬ বার ভয় ভীতি দেখিয়ে খারাপ কাজ করে। কাউকে কিছু জানালে তাকে মেরে ফেলবে এবং নানা ধরনের ভয়-ভীতি দেখানো হত। ভয়ে বিষয়গুলো সে মা’কেও বলেনি। পরে সহ্য করতে না পেরে বিষয়টি মা’কে খুলে বলে। মা প্রথমে বিষয়টি বিশ্বাস করেনি পরে মাদ্রাসার সামনে সাতকানিয়া সরকারি কলেজের ভেতর থাকা সেনাক্যাম্পে গিয়ে বললে তারা ওই অভিযুক্ত হুজুরকে ধরে এনে পুলিশে দিয়ে দেয়।
ভুক্তভোগী ছাত্রের মা বলেন, এক বছর আগে ছেলেকে হাফেজ বানানোর উদ্দেশ্যে মাদ্রাসায় দিয়েছিলাম। কিন্তু শিক্ষার বদলে হুজুর আমার ছেলের সাথে খারাপ কাজ করেছে, তিনি বলেন, এ অবস্থা যদি ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠানে ঘটে তাহলে একজন অভিভাবক কিভাবে তার সন্তানকে মাদ্রাসায় পড়তে দিয়ে নিরাপদ বোধ করবে ? এ ঘটনায় ওই শিক্ষককের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মামলা দায়ের করার জানান।
আশেকের পাড়া হাবিবীয়া তালীমুল কোরআন মাদ্রাসার প্রধান মাওলানা হারুনুর রশিদ সাংবাদিককে বলেন, সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে মাদ্রাসায় এসে বলে যায়, অভিযুক্ত শিক্ষক কায়েম উদ্দিন রাব্বিকে সেনা ক্যাম্পে শুক্রবার সকালে হাজির হওয়ার জন্য। সে অনুযায়ী ওই শিক্ষক সেনা ক্যাম্পে গেলে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে পুলিশের নিকট সোপর্দ করে।
সাতকানিয়ায় স্থাপিত সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন মো. শামীম পারভেজ বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক তার দোষ স্বীকার করেন এবং অতীতেও বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে এমন কর্মকাণ্ড করেছেন বলে জানান। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ভিকটিম শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে শনিবার আদালতের নিকট সোপর্দ করা হবে।