ডিবি পুলিশের অভিযানে মেহেরপুরে মাদককারবারী আটক
রাশেদ খান মেহেরপুর প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি অভিযানে হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার একটি টিম গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এই গ্রেফতার কার্যক্রম পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে গাংনী থানাধীন কাজীপুর সাকিনস্থ নিমস্বরনপাড়ার ফজলের চায়ের দোকানের সামনে, বামন্দী-প্রাগপুর পাকা রাস্তার উপর থেকে ৪ (চার) গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারীকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী মেহেরপুরের গাংনী উপজেলার নওদা ছাতিয়ান (বিশ্বাস পাড়া)র মৃত বাদল উদ্দিনের ছেলে জহুরুল (৪৮)
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার প্রস্তুতি চলছে বলে ডিবি সূত্রে জানা গেছে। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।