কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেপ্তার

এস এম ওয়ালিদুজ্জামান শুভ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৪৮, মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ.কা.ম. সারোয়ার জাহান বাদশাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বসিলা এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাবেক এই এমপিকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

এছাড়াও, ঢাকা ১৩ আসনের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। এ মিছিলের নেতৃত্ব দেওয়া কয়েকজনকে আমরা শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারে আমরা অভিযান পরিচালনা করছি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়