ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ইন্তেকালে রূপগঞ্জ উপজেলা এনসিপি ও পশ্চিমগাঁও মাদরাসার শোক ও দোয়া মাহফিল

​রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি: হাবিবুল্লাহ মীর || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:২০, বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৯ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর  রূপগঞ্জ উপজেলা এনসিপি-নেতৃবৃন্দ দের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর  রূপগঞ্জ উপজেলা এনসিপি-নেতৃবৃন্দ দের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়।

​উক্ত দোয়া মাহফিলে মাদরাসার কয়েকশ শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী এবং এনসিপি-র স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শত শত শিক্ষার্থীর কণ্ঠে আমীন-আমীন ধ্বনিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ওসমান হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার এই চলে যাওয়া দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

​শোক ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ হোসাইন, প্রধান সমন্বয়কারী, রূপগঞ্জ উপজেলা এনসিপি।মোঃ আজিজুল হাকিম রাতুল, ১ম যুগ্ম সমন্বয়কারী, রূপগঞ্জ উপজেলা এনসিপি।অ্যাডভোকেট সেলিম মিয়া, যুগ্ম সমন্বয়কারী, রূপগঞ্জ উপজেলা এনসিপি মোঃ রুবেল মিয়া, সদস্য, রূপগঞ্জ উপজেলা এনসিপি।মোঃ আবু সাঈদ, সদস্য, রূপগঞ্জ উপজেলা এনসিপি।

​মাদরাসা মিলনায়তনে আয়োজিত এই বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ এনামুল হক শরিফ এবং নাযেমে তালিমাত মাওলানা মোঃ হুসাইন আহমাদ। মোনাজাতে মাদরাসার সকল শিক্ষার্থী সম্মিলিতভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়