জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন জুবায়ের রহমান চৌধুরী।
বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন জুবায়ের রহমান চৌধুরী।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের বিচারক বিচারপতি জনাব জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।
আরও বলা হয়েছে, এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে।বএিনপরি ভারপ্রাপ্ত চয়োরম্যান তারকে রহমান আগামী ২৫ ডসিম্বের দশেে ফরিছনে। তার আগমন ঘরিে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করছেে বএিনপ।ি রাজনতৈকি অঙ্গনে তারকে রহমানরে দশেে ফরো নয়িে আলোচনা চললওে, সামাজকি যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দয়িছেে তারকে রহমানরে আদররে পোষা বডি়াল ‘জবেু’।
মহবংিদনৈকি ইত্তফোকরে র্সবশষে খবর পতেে এড়ড়মষব ঘবংি অনুসরণ করুন
নটেজিনেদরে মধ্যে প্রশ্ন উঠছে—েতারকে রহমানরে সঙ্গে কি জবেুও দশেে ফরিছ?ে ঘনষ্ঠি একটি সূত্রে জানা গছে,ে সাইবরেয়িান ব্রডিরে সাত বছর বয়সী এই বড়িালটরি জন্য পাসর্পোটসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানকি অনুমোদন ইতোমধ্যইে সম্পন্ন করা হয়ছে।ে ফলে নশ্চিতিভাবে বলা যাচ্ছ,ে তারকে রহমান পরবিারসহ তার আদররে পোষা বডি়াল জবেুকওে সঙ্গে নয়িইে দশেে ফরিছনে।
সামাজকি যোগাযোগমাধ্যমে তারকে রহমানরে ব্যস্ত সময়রে ফাঁকে পোষা বডি়াল জবেুর সঙ্গে খুনসুটি করার বভিন্নি ছবি ও মুর্হূত আগওে বহুবার ভাইরাল হয়ছে।ে প্রাণীর প্রতি তার ভালোবাসা নটেজিনেদরে মাঝে নানা সময় প্রশংসাও কুড়য়িছে।ে
এর আগে তারকে রহমান নজিরে ভরেফিাইড ফসেবুক আইডতিে জবেুর সঙ্গে কাটানো কছিু ছবি ও স্মরণীয় মুর্হূত শয়োর করলে তা দ্রুত সামাজকি যোগাযোগমাধ্যমে ছড়য়িে পড়।ে এভাবইে বএিনপি নতোর্কমী থকেে শুরু করে সাধারণ নটেজিনেদরে মাঝওে পরচিতি হয়ে ওঠে তারকে রহমানরে আদররে বডি়াল জবেু।
সম্প্রতি ববিসিি বাংলাকে দওেয়া এক সাক্ষাৎকারে তারকে রহমান তার পোষা প্রাণী এবং প্রাণীপ্রমেরে বষিয়ে তনিি বলনে, বডি়ালটি মূলত তার ময়েরে, তবে এখন পরবিাররে সবারই আদররে হয়ে উঠছে।ে সইে সাক্ষাৎকারে তনিি বডি়ালরে নাম ‘জবেু’ বলওে উল্লখে করনে।
মানবকি ও র্ধমীয় দৃষ্টকিোণ থকেে প্রাণীর প্রতি মমতার বষিয়ওে তনিি মত প্রকাশ করনে। তারকে রহমান বলনে, আল্লাহ মানুষকে সৃষ্টরি সরো জীব হসিবেে সৃষ্টি করছেনে— তাই তার প্রতটিি সৃষ্টরি প্রতি সম্মান ও যত্ন নয়ো মানুষরে দায়ত্বি। প্রকৃতরি ভারসাম্য নষ্ট হলে মানুষরে জীবন বপিন্ন হতে পারে বলওে মন্তব্য করনে তনি।ি