ঠাকুরবাড়ির টেক যুব সমাজের উদ্যোগে বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা

​রুপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি :হাবিবুল্লাহ মীর || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০০, বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

​মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঠাকুরবাড়ির টেক যুব সমাজের উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ৮টায় স্থানীয় ঠাকুরবাড়ির টেক বালুর মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঠাকুরবাড়ির টেক যুব সমাজের উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ৮টায় স্থানীয় ঠাকুরবাড়ির টেক বালুর মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির কার্যকরী সদস্য জনাব মো. কবির হোসেন। দিনের শুরুতে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মো. হাসান আলী ভুইয়া। দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জনাব মো. মাছুম বিল্লাহ।

​বিজয় দিবসের এই বিশেষ আয়োজনে ‘সম্মানিত অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মো. আমান উল্লাহ মিয়া, বীর মুক্তিযোদ্ধা জনাব মো. সিরাজ সরদার ভুঁইয়া এবং বীর মুক্তিযোদ্ধা জনাব মো. জাহিদুল হক ভুঁইয়া। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা পায়।

​এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়া বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মো. হুমায়ুন কবির, ৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জনাব মো. মোক্তার হোসেন এবং ৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক জনাব মো. নাজমুল ভুঁইয়া। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়ন যুবদলের সহ-যুব বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জনাব মো. মাসুদ রানা, ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের জনাব মো. নাঈম ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন যুবদলের কার্যকরী সদস্য জনাব মো. টিপু সুলতান, আহামদ মিয়া, নকুল মিয়া, নবী ভূঁইয়া, আলমগীর হোসেন, সুলতান ভূঁইয়া সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
​বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে

এবং সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। স্থানীয় যুব ও ক্রীড়ামোদীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দর্শকদের করতালিতে পুরো এলাকাটি এক মিলনমেলায় পরিণত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়