মুকসুদপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ (গোপালগঞ্জ) || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৮, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাংবাদিকদের অধিকার রক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের লক্ষ্যে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”–এর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা পর্যায়ের ১৩ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সাংবাদিকদের অধিকার রক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের লক্ষ্যে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”–এর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা পর্যায়ের ১৩ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত এ কমিটি আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এক বছরের জন্য কার্যক্রম পরিচালনা করবে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ তারিকুল ইসলাম, সহ-সভাপতি লিয়াকত সরদার ও মেহের মামুন, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, যুগ্ম সম্পাদক মোঃ বাদশাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক আরটি হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আকবর, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাজন  সহ আরও সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে নির্যাতন, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। এসব অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা এর অংশ হিসেবে কার্যক্রম পরিচালনা করে যাবো ইনশাআল্লাহ।

কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে দায়িত্বশীল ও কার্যকর কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়