সাতক্ষীরায় জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৫২, শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

আধিপাত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল, গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আধিপাত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল, গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুম্মা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে শহীদ আসিফ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আসিফ চত্বরে এসে শেষ হয়। পরে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, আধিপাত্যবাদবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত অপরাধ। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, অন্যায়, জুলুম ও আধিপাত্যবাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে এবং শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়